বরিশালে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার  টাকা জরিমানা

বরিশালে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার  টাকা জরিমানা

 

বরিশালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে পাঁচ ব্যাবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার  টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপি নগরীর কাশীপুর ও বি.এম. কলেজ সংলগ্ন এলাকায় বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যেগে এই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের  উপপরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এবং বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র।

বিভাগীয় কার্যালয়ের  উপপরিচালক অপূর্ব অধিকারী জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ৫ টি ব্যাবসা প্রতিষ্ঠানকে ২৪,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা-অধিকার আইন সংক্রান্ত লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয় এবং হ্যান্ডমাইকে প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করা হয়। তবে রমজান উপলক্ষ্যে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।#